Thursday, August 21, 2025

পঞ্চমীর রৌদ্রজ্জ্বল সকালে হালকা হালকা মেঘের দেখা মিলেছে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী মঙ্গলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা কলকাতা কিংবা শহরতলির পুজো পরিক্রমায় যে খুব একটা প্রভাব ফেলবে না তা আন্দাজ করা যাচ্ছে। ঠিক যখন বৃষ্টি আর দুর্যোগের প্রভাব কাটিয়ে উঠে পুজোর আনন্দে মিশতে চাইছে বাংলা তখনই আরব সাগরে অশনি সংকেত। চোখ লাগাচ্ছে ঘূর্ণিঝড়! আইএমডির (IMD ) আপডেট অনুযায়ী শীতের কামড়ে আগেই ঝড়ের দুর্যোগ।

পুজো এবার এগিয়ে এসেছে। তবে অনেকেই বলছেন অক্টোবরের শেষের দিক থেকে হালকা হালকা শীতের আমেজ মিলবে। যে হারে বৃষ্টি হয়েছে তাতে বর্ষা দেরিতে বিদায় নেওয়ার কিছুটা প্রভাব শীতের উপর বর্তাবে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু জায়গায় হালকা ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। যদিও দিল্লি থেকে শুরু করে বাংলা, বিহার-ওড়িশা-সহ একাধিক রাজ্যে এখনো আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে গরম রয়েছে। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বাংলার ফেস্টিভ মুড।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মাঝে ঝড়ের সংকেত। IMD বলছে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা হয়েছে। আবহাওয়াবিদদের মতে চলতি বছরের বর্ষা পরবর্তী প্রথম ঝড় আসতে চলেছে। আরব সাগর থেকেই ঘূর্ণিঝড় সোজা বঙ্গোপসাগরের দিকে এগোবে। এমনিতে পুজোতে বাংলায় বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও এই ঘূর্ণিঝড়ের ফলে ১১অক্টোবরের পর থেকে পরিস্থিতির বদল হতে পারে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version