Thursday, November 13, 2025

রাজ্যের উদ্যোগে মিলেছে বোনাস! প্রথা ভেঙে পুজোয় সামিল অসুর সম্প্রদায়ের চা-বাগান শ্রমিকেরা

Date:

Share post:

জঙ্গল আর পাহাড় ঘেরা ডুয়ার্সের একটি অন্যতম ক্ষুদ্র জনজাতি ‘অসুর’। অসুরদের সিংহভাগই চা বাগানে কাজ করেই সংসার চালায়। পুজোর আগে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় পাওয়া বোনাস নিয়ে দুর্গাপূজোয় সামিল হবেন এবার তারা।

উত্তরের এই জনজাতির মানুষেরা বিশ্বাস করে করেন, দেবীদুর্গা তাঁদের পূর্বপুরুষ মহিষাসুরকে বধ করেছিলেন। সেই কারণে দুর্গাপুজোয় তাঁরা শামিল হতেন না। দুর্গাপুজোর কয়েকদিন নিজেদেরকে ঘরবন্দি করে রাখতেন অসুর সম্প্রদায়ের ৮ থেকে ৮০ সকলেই। কিন্তু সময় পালটেছে। পাল্টাচ্ছে পরিস্থিতিও।

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের পাহাড়ে ঘেরা ক্যারন চা বাগান। এই চা বাগানেই থাকেন অসুর সম্প্রদায়ের শতাধিক পরিবার। একসময় পুজোর কয়েকটা দিন নিজেদেরকে ঘরবন্দি রাখতেন।কালো কাপড় দিয়ে ঘিরে রাখতেন বাড়ি। কিন্তু এবার শুধু ঘর থেকে মুখ বার করবে না, বরং দুর্গা প্রতিমা মুখ দেখতে মণ্ডপেও যাবেন। ক্যারন চাবাগানের কারি লাইন, খাপরা লাইন, মতু লাইনে এদের বসবাস। এই গ্রামের বাসিন্দা সরিতা অসুর বলেন, “একসময় দুর্গাপুজোর সময় বাড়ি থেকে বের হতাম না। কিন্তু এখন পুজোর সময় মণ্ডপে যাই। আমাদের এলাকায় দুর্গাপুজোর আয়োজন হয়।” শুধু নাগরাকাটাই নয়, বানারহাট, মেটেলি-সহ কিছু এলাকায় অসুর সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। মূলত চা বাগানেই কাজ করেন এই জনজাতির মানুষেরা। তবে অসুর সম্প্রদায়ের মানুষেরা যে অনার্য জনগোষ্ঠীর মানুষ তা নিয়ে দ্বিমত নেই কারও। এই অসুর সম্প্রদায়ের মানুষদের বিশ্বাস, তারা দুর্গার হাতে বধ হওয়া অসুরের বংশধর। সেই কারণে তারা দুর্গা ঠাকুরের মুখ দেখতেন না। শুধু তাই নয়, দুর্গা পুজোর সময় অসুর সম্প্রদায়ের মানুষেরা শোকের গান গাইতেন। নিজেদের ঘর বন্দী রাখতেন তবে এখন অসুর সম্প্রদায়ের অনেক মানুষই দুর্গাপুজোয় শামিল হচ্ছেন।’

আরও পড়ুন- পূর্ণরাজ্য মর্যাদা বিলোপের জবাব কাশ্মীরে, হরিয়ানায় কোনও মতে টিকল বিজেপির গদি

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...