১৬ তম বর্ষে বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনে এবার ইতিহাস চুপিচুপি কথা বলছে। এবার তাদের থিম ‘ইতিহাস চুপি চুপি কথা কয়-চৌধুরী বাড়ি’। 
বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবে একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই ক্লাবের দুর্গাপুজোর জন্য কারও থেকে কোনও চাঁদা নেওয়া হয় না। চাঁদাবিহীন দুর্গাপুজো হয় এই ক্লাবে। তাছাড়া সারা বছর এলাকার নানা ধরণের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এই ক্লাব।