বেলঘরিয়া পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনে এবার ইতিহাস চুপিচুপি কথা বলছে!

উদ্বোধনের পরেই মানুষের ঢল নেমেছে মণ্ডপ দেখার জন্য।

0
1

১৬ তম বর্ষে বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনে এবার ইতিহাস চুপিচুপি কথা বলছে। এবার তাদের থিম ‘ইতিহাস চুপি চুপি কথা কয়-চৌধুরী বাড়ি’। পুজোর প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস বলেন, এই চৌধুরী বাড়ির আসল অস্তিত্ব ওপার বাংলায়। কিন্তু বর্তমানে তা ভগ্নপ্রায়।ওপার বাংলার নকিপুর গ্রামের এক প্রখ্যাত জমিদারের গোরো অট্টালিকা বাড়ির আদলে সজ্জিত হয়েছে এবারের বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মণ্ডপ।উদ্বোধনের পরেই মানুষের ঢল নেমেছে মণ্ডপ দেখার জন্য।

বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবে একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই ক্লাবের দুর্গাপুজোর জন্য কারও থেকে কোনও চাঁদা নেওয়া হয় না। চাঁদাবিহীন দুর্গাপুজো হয় এই ক্লাবে। তাছাড়া সারা বছর এলাকার নানা ধরণের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এই ক্লাব। এলাকার মানুষরাও এগিয়ে আসেন ক্লাবের পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য। পঞ্চমীতেই এই পুজোতে মানুষের ঢল। বিশ্ব বাংলা সংবাদ শারদ সম্মান পেয়ে যারপরনাই খুশি তারা। সারা বছর নানা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত থাকেন।