এদিকে উৎসব মুখ মহানগর। তার মধ্যেই ‘অভয়া পরিক্রমা’র নামে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনকারীদের। বুধবার, ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচিতে ম্যাটাডর করে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল। চাঁদনিচকে অনুমতি বিহীন ওই কর্মসূচি আটকালে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে করেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। এমনকী, আন্দোলনকারীদের হেনস্থার শিকার হন মহিলা পুলিশ কর্মীরা। একজন গুরুতর আহত হন।