Thursday, August 21, 2025

অন্দোলনের নামে অশান্তি! চাঁদনিচকে ‘অভয়া পরিক্রমা’ থেকে মহিলা পুলিশদের হেনস্থা

Date:

এদিকে উৎসব মুখ মহানগর। তার মধ্যেই ‘অভয়া পরিক্রমা’র নামে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনকারীদের। বুধবার, ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচিতে ম্যাটাডর করে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল। চাঁদনিচকে অনুমতি বিহীন ওই কর্মসূচি আটকালে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে করেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। এমনকী, আন্দোলনকারীদের হেনস্থার শিকার হন মহিলা পুলিশ কর্মীরা। একজন গুরুতর আহত হন।মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor) ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচি জানান। মিনিডোরে করে আর জি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতায় যেতে তাঁরা কেন চাঁদনিচক গিয়েছিলেন তাঁর ব্যাখ্যা মেলেনি। দিনের ব্যস্ত সময়ে ধর্মতলা-চাঁদনিচকের মতো এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়। মহিলা পুলিশকর্মীরা মানববন্ধন করে আন্দোলনকারীদের আটকাতে গেলে তাঁদের হেনস্থা করা হয়। আহত হন এক মহিলা পুলিশ আধিকারিক। পরে মিনিডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। আন্দোলনকারীরা তাঁর হাত মুচড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর কথায়, “ভাবতে পারিনি এ ভাবে মারবে!“ পরে তাঁকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।







Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...
Exit mobile version