Monday, May 5, 2025

পঞ্চমীর রাতে বচসার জেরে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের৷অভিযোগ, দেবাশিস আশ নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়৷ তার জেরেই বছর পঁয়ত্রিশের ওই যুবক মারা যান৷ তাকে খুনের (Murder) অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম হেমন্ত পাল। মঙ্গলবার রাতে হুগলির আরামবাগ পুরসভার (Arambagh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে খবর, পুরাতন বাজার সংলগ্ন এলাকায় হেমন্ত পাল, সায়ন চক্রবর্তী ও অচিন্ত্য নামের এক যুবক মদ্যপান করছিলেন৷ সায়ন মৃত দেবাশিস আশের ভাগনে৷ তিনি সায়নকে ডাকতে যান৷ সায়নের দাবি, আমাকে নিয়ে খারাপ কথা বলায় মামা রেগে যায়৷ মামা উত্তেজিত হয়ে যায়৷ তখন হেমন্ত পাল ও অচিন্ত্যর সঙ্গে মামা বচসায় জড়িয়ে পড়ে ৷ তখন ওরা মামাকে বাঁশ-রড দিয়ে মারধর করে৷

এরপর স্থানীয়রা দেবাশিসবাবুকে উদ্ধার করে টোটোয় করে হাসপাতালে নিয়ে যান। আরামবাগ মেডিক্যাল কলেজ  ও হাসপাতালের (Arambagh Medical College) চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন মৃতর পরিবার-সহ স্থানীয়রা। অন্যদিকে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।









Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...
Exit mobile version