Tuesday, August 12, 2025

পঞ্চমীর রাতে বচসার জেরে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের৷অভিযোগ, দেবাশিস আশ নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়৷ তার জেরেই বছর পঁয়ত্রিশের ওই যুবক মারা যান৷ তাকে খুনের (Murder) অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম হেমন্ত পাল। মঙ্গলবার রাতে হুগলির আরামবাগ পুরসভার (Arambagh Municipality) ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ৷

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে খবর, পুরাতন বাজার সংলগ্ন এলাকায় হেমন্ত পাল, সায়ন চক্রবর্তী ও অচিন্ত্য নামের এক যুবক মদ্যপান করছিলেন৷ সায়ন মৃত দেবাশিস আশের ভাগনে৷ তিনি সায়নকে ডাকতে যান৷ সায়নের দাবি, আমাকে নিয়ে খারাপ কথা বলায় মামা রেগে যায়৷ মামা উত্তেজিত হয়ে যায়৷ তখন হেমন্ত পাল ও অচিন্ত্যর সঙ্গে মামা বচসায় জড়িয়ে পড়ে ৷ তখন ওরা মামাকে বাঁশ-রড দিয়ে মারধর করে৷

এরপর স্থানীয়রা দেবাশিসবাবুকে উদ্ধার করে টোটোয় করে হাসপাতালে নিয়ে যান। আরামবাগ মেডিক্যাল কলেজ  ও হাসপাতালের (Arambagh Medical College) চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন মৃতর পরিবার-সহ স্থানীয়রা। অন্যদিকে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।









Related articles

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা...

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...
Exit mobile version