তাঁদের দাবি মতো পদক্ষেপ করছে সরকার। নেওয়া হয়েছে সুরক্ষার একাধিক ব্যবস্থা। কিন্তু তারপরেও দশ দফা দাবিকে সামনে রেখে অনশনের জেদ ধরে বসে আছেন আট জুনিয়র ডাক্তার (Junior Doctor)। ফলে শরীর ভাঙছে। কলকাতায় অনিকেত মাহাতোর পরে অসুস্থ উত্তরবঙ্গে অনশনকারী অলোক বর্মা । সাত দিন ধরে অনশনের পরে শারীরিক পরিস্থতির অবনতি হওয়ায় শনিবার দুপুরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের CCU-এ ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গেই অনশন শুরু করা শৌভিক বন্দ্যোপাধ্যায় এখনও সুস্থ।