Monday, May 5, 2025

লিভারপুলে আর খেলবেন না, সেটা জানা গিয়েছিল এ বছরের মে মাসেই। মরসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা করেছিলেন জার্মানিতে জন্ম নেওয়া ক্যামেরুনের প্রাক্তন ফুটবলার জোয়েল মাতিপ। তবে লিভারপুলকে বিদায় জানালেও তিনি নতুন কোনও ক্লাব পাননি। অবশেষে ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার।

২০০৯ সালে জার্মানির ক্লাব শালকে দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা মাতিপ ফ্রি ট্রান্সফারে লিভারপুলে নাম লেখান ২০১৬ সালে। টানা আট মৌসুম অ্যানফিল্ডের ক্লাবটিতে খেলে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ মোট ছয়টি শিরোপা জেতেন মাতিপ।২০২৩ সালের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তাঁর। এরপর এ বছরের মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন তিনি। মাতিপের পেশাদার ফুটবলকে বিদায় জানানো নিয়ে লিভারপুল তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০১৬ সালে শালকে ০৪ থেকে ফ্রি ট্রান্সফারে এসে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের মূল খেলোয়াড়দের একজন ছিলেন মাতিপ। দলকে চ্যাম্পিয়নস লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৯ সালে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও দারুণ ভূমিকা ছিল তাঁর। লিভারপুলে সবাই জোয়েল আর তাঁর পরিবারের সুন্দর ভবিষ্যৎ আশা করে।’

লিভারপুলের হয়ে আট মরসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২০০–এর বেশি ম্যাচ খেলে মাতিপ ১১টি গোল করেছেন, সহায়তা করেছেন সতীর্থদের ৬টি গোলে। চোটজর্জর পেশাদার ক্যারিয়ারে ক্যামেরুনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন মাতিপ।









Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version