উৎসবের মাঝেই ভূমিকম্প! কেঁপে উঠল অসম থেকে কাশ্মীর

দেশজুড়ে উৎসবের আবহে ভূমিকম্পের আতঙ্ক! রবিবার সাতসকালে ভূমিকম্প জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকায়। কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড। উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ঠিক ৬টা বেজে ১৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে ডোডা এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পনের উৎসস্থল ছিল গুন্ডো, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। তবে এদিনের ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। উল্লেখ্য, কাশ্মীরের চেনাব উপত্যকা সাম্প্রতিক অতীতে একাধিকবার কেঁপে উঠেছে।

পাশাপাশি রবিবার কম্পন অনুভূত হয়েছে অসমেও। কম্পনের মাত্রা ছিল ৪.৬। এর আগে শনিবারই কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয়েছিল শিমলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। গত অগস্টেই পর পর কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন- মায়ের বিদায়ে চোখে জল! বিসর্জনের আগে সিঁদুরে রাঙা হলেন তারকারা