জামিন পাওয়া গৌরী লঙ্কেশের (Gouri Lankesh) খুনে অভিযুক্তদের গেরুয়া সম্বর্ধনা দেওয়া হল বেঙ্গালুরুতে। মোদির নতুন ভারতে এর আগে ধর্ষকদের মুক্তি পাওয়ার পর মালা পরিয়ে বরণ, হত্যাকারীদের সংবর্ধনা, সিরিয়াল খুনি-ধর্ষককে বারবার প্যারোলে মুক্তি দিয়ে সম্বর্ধনার ছবি দেখা গিয়েছে। এবার সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিদের গেরুয়া সংবর্ধনার ছবি প্রকাশ্যে।