Sunday, August 24, 2025

শুরু ডার্বির টিকিট বিক্রি, কোথায় , কখন পাবেন বড় ম্যাচের টিকিট ? রইল আপডেট

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই আইএসএল-এর প্রথম ডার্বি। ১৯ তারিখ শহরে বড় ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচের উত্তাপে ফুটতে শুরু করেছে ফুটবলপ্রেমীরা। আর এরই মধ্যে শুরু হয়ে গেল ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। অফলাইন, অনলাইন, দুই পদ্ধতিতেই কাটা যাচ্ছে হাইভোল্টেজ ম্যাচের টিকিট।

বড় ম্যাচের অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, ৩০০, ৩৫০, ৪০০ এবং ৫০০ টাকায়। অনলাইনে কাটা টিকিট লাল-হলুদ সমর্থকরা টিকিট রিডিম করাতে পারবেন সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর সবুজ-মেরুন সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামের চার নম্বর গেটের বক্স অফিস থেকে অনলাইন টিকিটের রিডিম করাতে পারবেন। এক্ষেত্রে সময় থাকছে একই।

অফলাইন টিকিটের জন্য দুই দলের সমর্থকরা টিকিট কাটতে পারবেন ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতাল জংশন থেকে। টিকিট পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

এদিকে, ছুটি কাটিয়ে ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্ট-মোহন। মাঠে নেমে পড়েছেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেমস কামিন্স, মনবীর সিংরা। অপরদিকে, লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজোর ভিসা জট এখনও কাটেনি। ফলে অস্থায়ী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই জোরকদমে ডার্বির প্রস্তুতি নিচ্ছেন ক্লেটন সিলভারা। আইএসএলের প্রথম চার ম্যাচেই হার লাল-হলুদের। ঘুরে দাঁড়ানোর জন্য শনিবাসরীয় বড় ম্যাচকেই মঞ্চ হিসাবে বাছছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- আগামিকাল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস ?


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version