Wednesday, November 12, 2025

হু হু করে বাড়ছে খাবারের দাম, খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নয়মাসে সর্বোচ্চ

Date:

দিনের পর দিন লাফিয়ে বাড়ছে বাজারমূল্য। সব্জি-ফল-মাছ-মাংস সমস্ত জিনিসের দাম (retail price) বৃদ্ধি পাচ্ছে হু হু করে। এর জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এবার তারই প্রতিফলন ধরা পড়েছে সরকারি হিসাবেও।

সিএফপিআই (CFPI), যা খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির সূচক। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত কনজিউমার প্রাইস ইনডেক্স (Consumer Food Price Index) বা সিএফপিআই জানাচ্ছে, গত সেপ্টেম্বরে খুচরো বাজারের দ্রব্যমূল্য ৯ মাসের মধ্যে সর্বোচ্চে গিয়ে দাঁড়িয়েছে। এখানে দেখা গিয়েছে এই সময়ের মধ্যে মূলত খাদ্যদ্রব্যের দাম বেড়েছে।

অগস্ট মাসে সিএফপিআই (CFPI) ছিল ৩.৬৫ শতাংশ, যা জুলাইয়ের ৩.৬-এর তুলোনায় বেশি। এর আগে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল ২০২৩ সালের ডিসেম্বরে, ৫.৬৯ শতাংশ। সিএফপিআই-এ দেখা গিয়েছে সেপ্টেম্বরে ছিল ৯.২৪ শতাংশ। গ্রামীণ এলাকায় ছিল ৯.০৮ এবং শহরে এলাকায় ছিল ৯.৫৬ শতাংশ। হাউজিং মূল্যবৃদ্ধি (inflation) ছিল সেপ্টেম্বরে ২.৭৮ এবং অগাস্টে ২.৬৬ শতাংশ। এদিকে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি সূচক সেপ্টেম্বরে ছিল ১৬২.৫ অর্থাৎ মূল্যবৃদ্ধির হারে ৫.৪৫ শতাংশ।

তবে শস্য-মশলা, মাছ-মাংসের দাম-সহ চিনি, কনফেকশনারি দ্রব্যের দাম সেপ্টেম্বরে কমেছে। বিশেষজ্ঞদের মতে, মূল ভিত্তি থেকে মূল্যবৃদ্ধির হার ৫.৬৬ থেকে একলাফে ৯.২৪ শতাংশে পৌঁছে যাওয়ায় সবজির দাম জুলাইয়ের ১০.৭১ শতাংশ থেকে অগাস্টে ৩৫.৯৯ শতাংশে গিয়ে ঠেকেছে। অতিরিক্ত হিসেবে দেশের পাইকারি মূল্য (wholesale price) সূচক অগাস্টের ১.৩১ থেকে সেপ্টেম্বরে বেড়ে ১.৮৪ শতাংশে গিয়েছে।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version