Friday, August 22, 2025

জুনিয়র ডাক্তারদের অনশন: শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট, হাই কোর্টে যাওয়ার পরামর্শ চন্দ্রচূড়র

Date:

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) অনশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চেয়েছিলেন তাঁদের আইনজীবী ইন্দিরা জয় সিং। কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর তদন্ত মামলার শুনানিতে সেই আর্জি শুনলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, বিষয়টি হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। সুপ্রিম কোর্টে (Supreme Court) যে তালিকায় আরজি কর মামলা আছে সেখানেই এই অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান। মঙ্গলবার, শুনানিতে সেই আবেদন খারিজ করে দেন ডি ওয়াই চন্দ্রচূড়। ইন্দিরা জয় সিং (Indira Jay Singh) তাঁর আবেদনে জানান, কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। ডাক্তাররা কাজে ফিরে গিয়েছেন। তবে কয়েকজন অনশনে রয়েছেন। সেই বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী। বলেন, অনশনে মাত্র ৮ জন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি। বাকিরা অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই আগ্রহী যে এই অনশন ধর্মঘট বন্ধ করা হোক কারণ আমরা তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

কেন এই অনশন? ইন্দিরা ব্যাখ্যা করেন, যে R G Kar মেডিক্যাল কলেজে ২০২২ থেকে কোনও ছাত্র নির্বাচন হয়নি। রাজনৈতিক মনোনীত ব্যক্তিরা ছাত্র সংসদে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এর উত্তরে প্রধান বিচারপতি জানান, এই বিষয়টি এখনই প্রত্যাহার করুন। আমরা এই বিষয়ে ঢুকতে চাইছি না। বর্তমান মামলার সঙ্গে এই জড়িত না। এর পরে বিচারপতি চন্দ্রচূড়ের পরামর্শ, এই বিষয় নিয়ে প্রতিকার চাইলে হাই কোর্টে (High Court) ২২৬ ধারার অধীন আবেদন করুন।







Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version