Sunday, August 24, 2025

গ্রামের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি -মিল্কিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আলাই শেখ (৫৫)। সালার থানার পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ কান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলাই শেখ নামে তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। এরপর রাতের দিকে স্থানীয় আর এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি থাকা৪র সময় ৫-৬ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং লাঠি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আলাইকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, মৃত ব্যক্তি আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কি কারণে তাকে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত ওই ব্যক্তির এক ভাইপো রউফ শেখ দাবি করেন, আমার কাকা আলাইকে যে দুষ্কৃতীরা খুন করেছে তারা সপ্তমীর রাতে আমাকে খুন করার চেষ্টা করেছিল। গতকাল রাতে আমাকে না পেয়ে আমার কাকা আলাইকে খুন করা হয়েছে। কি কারণে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখুক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিবাদের সূত্রপাত। সেই সময় ৫-৬ জন ব্যক্তি হটাৎই আলাইকে আক্রমণ করে বসে।









Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version