Sunday, November 9, 2025

গ্রামের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি -মিল্কিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আলাই শেখ (৫৫)। সালার থানার পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ কান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলাই শেখ নামে তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। এরপর রাতের দিকে স্থানীয় আর এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি থাকা৪র সময় ৫-৬ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং লাঠি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আলাইকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, মৃত ব্যক্তি আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কি কারণে তাকে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত ওই ব্যক্তির এক ভাইপো রউফ শেখ দাবি করেন, আমার কাকা আলাইকে যে দুষ্কৃতীরা খুন করেছে তারা সপ্তমীর রাতে আমাকে খুন করার চেষ্টা করেছিল। গতকাল রাতে আমাকে না পেয়ে আমার কাকা আলাইকে খুন করা হয়েছে। কি কারণে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখুক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিবাদের সূত্রপাত। সেই সময় ৫-৬ জন ব্যক্তি হটাৎই আলাইকে আক্রমণ করে বসে।









Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version