Saturday, August 23, 2025

উস্কানিমূলক ফেসবুক পোস্ট! পুলিশ পদক্ষেপ নিতেই হাইকোর্টে হোমগার্ড

Date:

আর জি করের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য থেকে উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। একাধিক শুনানিতে এই ধরনের পোস্ট সরানো নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সহ রাজ্যকে। সেই মতো একটি উস্কানিমূলক গানের ভিডিও সরানো নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpur Commissionerate) বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য পুলিশের এক প্রাক্তন হোমগার্ড (homeguard)। যুবকের দাবি, গানের মিমিক্রি পোস্ট করার জন্য তাকে অস্থায়ী হোমগার্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আর জি করের ঘটনার পরে ২১ অগাস্ট ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বেলঘরিয়া থানার (Belgharia police station) অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পণ্ডা একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে একটি গানের মিমিক্রি পোস্ট করে আর জি করের ঘটনায় পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তিনি। তবে গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায় ব্যারাকপুর কমিশনারেট (Barrack Commissionerate)। কাশীনাথকে ডেকে বারবার সেই পোস্ট ডিলিট করার কথা বলা হয়। তবে নিজের পোস্ট সরাতে অস্বীকার করে কাশীনাথ।

শেষ পর্যন্ত ১০ অক্টোবর অস্থায়ী ওই হোমগার্ডকে সরিয়ে দেওয়া হয়। কমিশনারেটের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন হোমগার্ড (homeguard) কাশীনাথ পণ্ডা। আর জি করের ঘটনায় যেখানে কোনও ধরনের স্পর্শকাতর পোস্ট নিয়ে সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police) সহ রাজ্য পুলিশ, সেখানে পুলিশেরই অস্থায়ী পদে থেকে এই ধরনের পোস্টে স্বাভাবিকভাবেই আঙুল উঠেছিল পুলিশ-প্রশাসনের দিকে। এই ধরনের পোস্ট উস্কানির কাজ করছিল সমাজের অন্যান্য স্তরে, মত পুলিশের একাংশের।

কাশীনাথকে অস্থায়ী চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরই সরব হন তিনি। এমনকি হাইকোর্টে মামলাও করেন তিনি। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পার্থসারথি সেন এই মামলা গ্রহণ করেন। মামলার শুনানি ১৮ অক্টোবর হওয়ার সম্ভাবনা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version