Thursday, August 21, 2025

অন্ধকার কুঠুরিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইমরানের প্রাক্তন স্ত্রীর

Date:

জেলের অন্ধকার কুঠুরিতে (Dark Cell) দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan)। এমনকি কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না। এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের (Imran Khan) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমাইমা গোল্ডস্মিথের। তিনি শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় লিখেছেন, “জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে ওর দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যাঁরা লন্ডনে থাকেন, তাঁদের সঙ্গে সাপ্তাহিত ফোন কলও করতে দেওয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন (Isolated)। ইমরানের আইনজীবীরা তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে (Adiala Jail Rawalpindi) বন্দি রয়েছেন ইমরান খান। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা। তাঁর আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তাঁর এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাঁকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version