Thursday, August 21, 2025

অন্ধকার কুঠুরিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইমরানের প্রাক্তন স্ত্রীর

Date:

জেলের অন্ধকার কুঠুরিতে (Dark Cell) দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan)। এমনকি কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না। এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের (Imran Khan) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমাইমা গোল্ডস্মিথের। তিনি শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় লিখেছেন, “জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে ওর দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যাঁরা লন্ডনে থাকেন, তাঁদের সঙ্গে সাপ্তাহিত ফোন কলও করতে দেওয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন (Isolated)। ইমরানের আইনজীবীরা তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে (Adiala Jail Rawalpindi) বন্দি রয়েছেন ইমরান খান। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা। তাঁর আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তাঁর এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাঁকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version