অন্ধকার কুঠুরিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইমরানের প্রাক্তন স্ত্রীর

ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর

জেলের অন্ধকার কুঠুরিতে (Dark Cell) দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan)। এমনকি কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না। এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের (Imran Khan) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমাইমা গোল্ডস্মিথের। তিনি শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় লিখেছেন, “জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে ওর দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যাঁরা লন্ডনে থাকেন, তাঁদের সঙ্গে সাপ্তাহিত ফোন কলও করতে দেওয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন (Isolated)। ইমরানের আইনজীবীরা তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে (Adiala Jail Rawalpindi) বন্দি রয়েছেন ইমরান খান। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা। তাঁর আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তাঁর এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাঁকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।