প্রায় এক যুগ ধরে পুলিশ জাল পেতে রেখেছিল। অবশেষে কুখ্যাত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী পোথুলা কল্পনা ওরফে সুজাতাকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ (Telengana Police)। তেলেঙ্গানাতেই গোপন ডেরায় গা ঢাকা দিয়েছিলেন সুজাতা (Sujata)। তবে তাঁর পরিচয় শুধুমাত্র কিষেণজির স্ত্রী না, তিনি ছিলেন মাও নেত্রী। গুলি চালানোয় পারদর্শিতা, একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিষেনজি ছিলেন মাওবাদী সংগঠনের পলিটব্যুরো সদস্য, আর তাঁর স্ত্রী ছিলেন সাউথ সাব-জোনাল ব্যুরোর ইনচার্জ।

সময়টা ২০০৭-০৮। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো কিছু জেলা হয়ে উঠেছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। লোধাশুলি থেকে জয়পুর, একের পর এক জঙ্গলে কিষেণজি দাপিয়ে বেড়িয়েছেন। প্রাণ গিয়েছে বহু নিরহ মানুষের। কাট টু ২০১১ সালের ২৪ নভেম্বর, ঝাড়খণ্ডের বুড়িশোলের জঙ্গলে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে গুলির লড়াইতে মারা যান তিনি। আর সেই ঘটনার ১৩ বছরের মাথায় তেলেঙ্গানা পুলিশের (Police) কাছে সুজাতার গ্রেফতারি যেন একটি মাওবাদী পরিবারের বৃত্তে ইতি ঘটাল।
