লক্ষ্মী পুজোর বিকেলে আকাশ কালো করে ঝড়- বৃষ্টিতে ভিজল কলকাতা (Rain in Kolkata)। ছুটির সন্ধ্যায় কার্যত নাকাল মহানগরী, ঘণ্টা খানেকের টানা বৃষ্টিতে মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানজট তৈরি হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশে বৃষ্টির পূর্বাভাস ছিল, সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টিতে বিঘ্নিত লক্ষ্মীপুজোর বাজার।

দুর্গাপুজোতে সে ভাবে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টি প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে নিম্নচাপ রয়েছে দূরের সমুদ্রে। মৌসম ভবনের (IMD) তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী কয়েক ঘণ্টা কলকাতায় বৃষ্টি চলবে।
