জল্পনাই সত্যি, ইংল্যান্ডের নতুন কোচ টুখেল

জল্পনাই সত্যি হলো। ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচ হলেন টমাস টুখেল। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংল্যান্ডের কোচ হিসেবে টুখেলের নাম ঘোষণা করেছে। চেলসি, বায়ার্ন মিউনিখের প্রাক্তন এই কোচের সহকারী হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি। স্পেনের বিপক্ষে ইউরোর ফাইনালে হারের পর ইংল্যান্ড কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। লি কার্সলে এরপর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিলেও স্থায়ী কোচ খুঁজছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

জানা গিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ করা হয়েছে জার্মান কোচকে। বছরে ৪.৫ থেকে ৫ মিলিয়ন পাউন্ড আয় করবেন তিনি যা তিনি বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকাকালীন যা পেতেন তার চেয়ে অনেক কম। তবে ২০২৬ বিশ্বকাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন টুখেল।

শ্যেন গোরান এরিকসন এবং ফাবিও কাপেলোর পর টুখেলই হলেন ইংল্যান্ডের পুরুষ দলের তৃতীয় বিদেশি কোচ। এবং পুরুষ দলের প্রথম জার্মান কোচ। প্রসঙ্গত, ইংল্যান্ডের মহিলা দলকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করা কোচ সারিনা উইগম্যানও জার্মান।