টি-২০ ক্রিকেটে উগান্ডার থেকেও পিছিয়ে বাংলাদেশ!

ভারতের কাছে ৩-০ ব্যাবধানে হারের ফলে বাংলাদেশ একাধিক লজ্জার রেকর্ড গড়েছে। কিন্তু টি-২০ ক্রিকেটে বাংলাদেশ মোট ম্যাচ জয়ের দিক থেকে অনেক দেশের থেকেই পিছিয়ে। পরিসংখ্যান বলছে বাংলাদেশ আফগানিস্তান, আয়ারল্যান্ড এমনকি উগান্ডার থেকেও পিছিয়ে।

আফগানিস্তান ১৩৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ৮৪টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ সেখানে ১৭৯টি ম্যাচ খেলে জিতেছে মাত্র ৬৮টি ম্যাচ।
বাংলাদেশের আগে রয়েছে আয়ারল্যান্ড। ইউরোপের এই দেশটি জিতেছে ১৭১টির মধ্যে ৭২টি ম্যাচ। এমনকি বাংলাদেশের আগে রয়েছে উগান্ডাও।উগান্ডা এখনও ৯৫টি ম্যাচ খেলে জিতেছে ৭০টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মোট ম্যাচ জয়ের হিসাবে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ।