Monday, May 19, 2025

দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কর্মজীবন সম্পর্কে জানেন?

Date:

নিয়ম মেনেই মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud)। অবসরগ্রহণের আগে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjib Khanna) নাম সুপারিশ করেছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি। নভেম্বরে শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি (CJI )হচ্ছেন তিনি। আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করা বর্ষীয়ান এই বিচারপতি এখনও পর্যন্ত কোনদিনই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার পাননি। সেক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে গুরুদায়িত্ব পেতে চলেছেন সঞ্জীব খান্না (Sanjib Khanna)।

দেশের পরবর্তী প্রধান বিচারপতির কর্মজীবন শুরু আইনজীবী হিসেবে। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সঞ্জীব খান্না। আয়কর দফতরের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০০৪ সালে দিল্লির স্ট্যান্ডিং কাউন্সিল (সিভিল) হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালে সেখানকার স্থায়ী বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৯ সালে ১৮ জানুয়ারি তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির গর্ভনিং কাউন্সিলের সদস্য। ২০২৩ সালের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল শুনানিতে ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য ছিলেন তিনি। আগামী ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ দেবেন সঞ্জীব খান্না।

 

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়! শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু মামলা খারিজ করে কড়া বার্তা শীর্ষ আদালতের 

বিদেশি শরণার্থী ইস্যুতে শ্রীলঙ্কার এক তামিল নাগরিকের আবেদন খারিজ করে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট । বিচারপতি দীপঙ্কর...

এশিয়া কাপ নিয়ে এখনও কোনও ভাবনা নেই, জানিয়ে দিলেন বিসিসিআই সচিব

এশিয়া কাপ(Asia Cup) খেলা বা না খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই হয়নি। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই(BCCI) সচিব...

উত্তরেও কনভেনশন সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ভল্ভো বাস: উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের (Convention Centre) মতো শিলিগুড়িতেও হবে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ...

নাশকতার ছক বানচাল: জঙ্গি দমনে বড় সাফল্য অন্ধ্র, তেলেঙ্গানা, পঞ্জাব পুলিশের

অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ভারতের উদ্দেশ্য ছিল না। দেশের মধ্যে সব ধরনের নাশকতামূলক...
Exit mobile version