মারাঠা ভূমে বিধায়নসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী নির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দল। আর তার মধ্যেই নয়া চমক মহারাষ্ট্রে (Maharastra)। শাহরুখ-পুত্রকে গ্রেফতার করা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর সমীর ওয়ানখেড়েকে প্রার্থী করছে শিবসেনার শিন্ডে গোষ্ঠী। তবে, ওয়ানখেড়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণে তাঁকে প্রার্থী করার খবর ছড়াতেই বিরোধীদের কটাক্ষ মহারাষ্ট্র ভোটের আগে আবার ‘ওয়াশিং মেশিন’ খুলে ফেলল BJP। তাদেরই জোটসঙ্গী শিবসেনা শিন্ডে গোষ্ঠীতে টেনে সমীর ওয়ানখেড়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ ধুয়ে ফেলবে গেরুয়া শিবির৷
এই সমীর ওয়ানখেড়েকে (Sameer Wankhede) নিয়ে বিতর্কের শেষ নেই। ২০২১ সালের অক্টোবরে বিলাস বহুল ক্রুজ কোর্ডেলিয়া থেকে ড্রাগস রাখা ও ব্যবসা করার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন তত্কাললীন NCB ডিরেক্টর সমীর ওয়ানখেড়ে৷ মাস খানেক জেলে থাকার পরে আরিয়ানের বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয়৷ এই সময়েই অভিযোগ ওঠে সমীর ওয়ানখেড়ে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন৷