Thursday, November 13, 2025

কুন্তল ঘোষের জামিন ফের নাকচ, হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিন ফের নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত।এরই পাশাপাশি, কুন্তলকে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ।২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম স্তম্ভ ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে তিন কোটি টাকা তুলেছিল। এমনকী, আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাদের কাছ থেকেও টাকা তুলেছিল বলে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগের ক্ষেত্রে কুন্তল রীতিমতো প্রভাবশালী ছিল বলে দাবি সিবিআইয়ের।আদালতে সিবিআই জানায়,  অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ।সেই ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন। যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, তাই ওই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট।আগামী ৪ সপ্তাহের মধ্যে হাই কোর্ট বিষয়টির নিয়ে নির্দেশ দিতে হবে বলে নির্দেশ ডিভিশন বেঞ্চের।









Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version