Friday, November 7, 2025

রাত পোহালেই ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএল-এ একেবারেই ফর্মে নেই লাল-হলুদ। আইএসএল-এর টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। অপরদিকে দু’ম্যাচ জিতে চতুর্থ স্থানে মোহনবাগান। যদিও ম্যাচের আগে এই সব পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ জোসে মোলিনা। বরং ডার্বি ম্যাচকে ফিফটি ফিফটি ম্যাচ বলেই মনে করছেন তিনি। মোলিনার মতে ডার্বি একেবারেই নতুন খেলা। যেখানে কোন পরিসংখ্যান কাজে দেয় না।

এদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন, “ অতীতে কী হয়েছে, সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমরা আগে কী করেছি, সেটা আগামিকাল জিততে সাহায্য করবে না। ডার্বিতে কেউ ফেভারিট নয়। যদি কেউ মনে করেন যে আমরা এগিয়ে আছি, তাহলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসটাই আমরা কাজে লাগাব।“ এরপরই মোলিনা বলেন, “ আমার একমাত্র লক্ষ্য জেতা। সমর্থকরাও সেটাই চান। তাঁরাও এসে সেই কথাটাই বলছেন। তবে ডার্বি জিততে হলে ৯০ মিনিট পরিশ্রম করতে হবে। প্রথম ডার্বির জন্য মুখিয়ে আছি। আমি চাই খেলোয়াড়রা মাঠে নেমে উপভোগ করুক আর আমি সাইডলাইন থেকে। কোনও কিছু নিয়েই ভয় পাচ্ছি না। প্রতিপক্ষ কী করছে, সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরা শুধু জয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছি।“

টানা চার ম্যাচে হার লাল-হলুদের। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মোলিনা। তিনি বলেন, “ বিপক্ষকে যথেষ্ট সম্মান জানাই। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও হালকা ভাবে দেখার কোনও কারণই নেই।“

আরও পড়ুন- বোর্ডের পরীক্ষা, নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ


 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version