Monday, November 10, 2025

বিজেপির টিকিট দেওয়ার প্রলোভন! গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ভাই

Date:

টাকা দিয়ে টিকিট পাওয়ার জঘন্য সংস্কৃতি বিজেপি গোটা দেশে ছড়িয়ে দিয়েছে। এবার সেই টাকার বিনিময়ে বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী (Ministry of Consumer Affairs) তথা গুরুত্বপূর্ণ বিজেপি নেতা প্রহ্লাদ যোশির (Prahlad Joshi) ভাই গোপাল যোশি। আর এই অভিযোগ যে সত্যি তা প্রমাণ করছে কেন্দ্রীয় মন্ত্রীর নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিজ্ঞপ্তি। এই একই অভিযোগে গ্রেফতার হন প্রহ্লাদের ভাইপো অজয় যোশিও।

কর্ণাটকের (Karnataka) জনতা দল (সেকুলার) (JDS) প্রাক্তন বিধায়ক ডি পি সিং চহানের স্ত্রী সুনিতা চহান অভিযোগ করেছিলেন তাঁকে বা তাঁর পরিবারের এক সদস্যকে ২০২৩ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার নাম করে ২ কোটি টাকা নিয়েছিলেন প্রহ্লাদ যোশির ভাই গোপাল যোশি (Gopal Joshi)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অজয় যোশি (Ajay Joshi) ও বিজয়লক্ষ্মী যোশি নামে এক মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ।

শনিবার মহারাষ্ট্রের কোলাপুর (Kolhapur) থেকে গ্রেফতার হন প্রহ্লাদ যোশি। পুনে (Pune) থেকে গ্রেফতার হন অজয় যোশি। বিজয়লক্ষ্ণী নিজেকে প্রহ্লাদ যোশির বোন পরিচয় দিয়ে প্রতারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগকারিনী মহিলার অভিযোগ। তবে গোটা ঘটনার অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া শুরু হতেই গা ঢাকা দেওয়ার চেষ্টায় উঠে পড়ে লাগেন কেন্দ্রীয় মন্ত্রী যোশি।

ইতিমধ্যেই তিনি আদালতে হলফনামা দিয়ে দাবি করেছেন তাঁর কোনও বোন নেই। তাঁর তিন ভাই ছিল যার মধ্যে একজন মৃত। তবে অন্য কেউ নিজেকে তাঁর ভাই বলে দাবি করলে তিনি তার জন্য দায়ী নন, বলে আদালতে হলফনামা পেশ করেন। এমনকি তাঁদের কোনও আর্থিক লেনদেনের বিষয়েও তাঁর কোনও দায় নেই। স্বাভাবিকভাবেই স্পষ্ট ভাই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় সতর্ক পা ফেলতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version