Thursday, August 28, 2025

কৃষ্ণনগরে দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ঘটনা ঘটার পর থেকেই অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। কিন্তু এই নিয়ে ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি (BJP)। শনিবার, মৃত তরুণীর বাড়িতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এর পাল্টা তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পরিবারের দাবি মেনে যদি CBI তদন্ত হয়ও, তাহলেও তো যাঁকে রাজ্য পুলিশ ধরেছে তাঁকেই অভিযুক্ত বলে চিহ্নিত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই কুণালের কটাক্ষ, শুধুমাত্র সংবাদ মাধ্যমে হেডলাইন বাড়বে।

এদিন, মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন দেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “খুনই করা হয়েছে তরুণীকে। ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব সামনে আনা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট নিয়েও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যা বলে লিখিয়ে এনেছে পুলিশ।এরপরেই নন্দীগ্রাম-১ ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলিনীতে যোগে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব অভিযোগ উড়িয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পরিবারের অভিযোগ ছিল প্রেমিক খুন করেছে। পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে। এখন এই সব অভিযোগ ভিত্তিহীন। আর জি কর-কাণ্ডের উদাহরণ দিয়ে তৃণমূল নেতা বলেন, রাজ্য পুলিশ যাঁকে গ্রেফতার করেছে, কৃষ্ণনগরে সিবিআই তদন্ত হলেও তাঁকেই অভিযুক্ত বলেছে তারা। সেই আবার সংবাদ পত্রে শিরোনাম হবে, যে রাজ্য পুলিশ যাঁকে গ্রেফতার করেছিলই তিনিই মূল অভিযুক্ত। অর্থাৎ কুণালের দাবি, রাজ্য পুলিশ ঠিক পথেই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। মাঝখান থেকে হাওয়া গরম করতে ভিত্তিহীন অভিযোগ করছে গেরুয়া শিবির।






Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version