Saturday, November 8, 2025

অগ্নিকাণ্ডের জের, শনিতেও শিয়ালদহ ইএসআইতে বন্ধ আউটডোর পরিষেবা

Date:

শুক্রবার শিয়ালদহ ইএসআই হাসপাতালের দোতালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবারেও ব্যাহত রোগী পরিষেবা। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাঁদের পরিবারের হয়রানির ছবি ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর শুধু আউটডোরই নয়, ল্যাবের বিভিন্ন রক্ত পরীক্ষাও এদিন বন্ধ রাখা হয়েছে।

হাসপাতালের ওটি সংস্কারের কাজ চলার সময় শর্টসার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা বলছেন আগুন লাগার ঘটনা না হয় সদ্য ঘটেছে, কিন্তু দীর্ঘদিন ধরেই এখানে সঠিক পরিষেবা মেলে না। কেউ থ্যালাসেমিয়ার ওষুধ পাচ্ছেন না, কেউ কেমোথেরাপির ডেটের জন্য ঘুরেই চলেছেন। কারও অভিযোগ, চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র পর্যন্ত হারিয়ে ফেলেছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ! এখানেই শেষ নয়, এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নেই। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ‘এই হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছিল দেড় বছর আগে। ইএসআই হাসপাতাল যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের অধীনে, তাই সেই কাজ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এখনও পুরোপুরি হয়নি।’ হাসপাতালের সুপার অদিতি দাস মন্ত্রীর এই দাবিকে মান্যতা দিয়েছেন। সবমিলিয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো প্রশ্নের মুখে শিয়ালদহ ESI হাসপাতাল।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version