Wednesday, November 5, 2025

ফের এক জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাজমা, টিবি, হাঁপানি, থ্যালাসেমিয়া, গ্লুকোমা সহ একাধিক জরুরি ওষুধের দাম এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল মোদি সরকার (Modi Government)। চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মানুষের উন্নয়নের স্বার্থে কোনও পদক্ষেপই করছে না তার প্রমাণ মিলল এনডিএ নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকারের নয়া সিদ্ধান্তে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং ইন্ডিয়া জোটের সরব হওয়ার কারণে স্বাস্থ্য বিমা-জীবন বিমার ক্ষেত্রে জিএসটি সংক্রান্ত ছাড়ের খবর মিললেও, ওষুধের জন্য দেশের আমজনতার খরচ বাড়তে চলেছে অনেকটাই।

ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি (NFPA ) ওষুধের দাম বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বলে খবর। মেডিসিন কোম্পানিগুলো জানিয়েছে যে, ওষুধ তৈরি করতে যে উপাদান প্রয়োজন তার জন্য খরচ অনেকটা বেড়ে যাচ্ছে সেই কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষের উপর এইভাবে চাপ সৃষ্টি করার কোনও যৌক্তিকতা নেই বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ। ভারতবর্ষের মতো দেশে হাঁপানি, হার্টের ওষুধ, সুগার কিংবা চোখের ওষুধের চাহিদা সবথেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দাম বাড়ানো বা থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত ডিফেরক্সামিনের মূল্যবৃদ্ধি কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। এক্ষেত্রে চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version