Sunday, November 9, 2025

বিচারপতির পদ ছেড়ে কেন ভোটের লড়াইতে: প্রশ্ন সুপ্রিম বিচারপতি বি আর গভাইয়ের

Date:

লোকসভা নির্বাচনের অব্যবহিত আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে সোজা বিজেপিতে যোগ। তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একেবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই। বিচারপতির দাবি, বিচারকের আসন থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা যায় না। সেখানে রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়াই করা বিচারকের ব্যক্তিস্বাতন্ত্রের সঙ্গে একেবারেই মানানসই নয় বলে উল্লেখ করেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান ও সাংসদ হয়ে যাওয়া নিয়ে বাংলার শাসকদল বরাবর তাঁর বিচারপতি হিসাবে রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার সেই একই প্রতিধ্বনি শীর্ষ আদালতের অন্যতম বিচারপতি বি আর গভাইয়ের মুখে। গুজরাটের আহমেদাবাদে একটি কনফারেন্সে যোগ দিয়ে বিচারপতি গভাই বলেন, “যদি কোনও বিচারক সৌজন্যের খাতিরেও কোনও রাজনীতিক বা প্রশাসনিক আধিকারিকের প্রশংসা করেন তবে তার প্রভাব সামগ্রিক বিচার ব্যবস্থার উপর বিশ্বাসে পড়ে।”

সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “বিচার ব্যবস্থাকে আইন ও প্রশাসন উভয়ের থেকেই পৃথক থাকতে হবে। বিচার ব্যবস্থার স্বাতন্ত্রের উপর রাজনৈতিক হস্তক্ষেপ, আইনের লম্বা হাত বা প্রশাসনিক হস্তক্ষেপ বিচার ব্যবস্থার নিরপেক্ষতার চিন্তাধারাকেই লঘু করে দেয়।”

এই প্রসঙ্গেই নাম না করে যে উদাহরণ দেন বিচারপতি গভাই তা কার্যত মিলে যায় সাংসদ অভিজিতের (Abhijit Ganguly) সঙ্গে। তিনি বলেন, “যদি কোনও বিচারক তাঁর পদ থেকে অব্যহতি দেওয়ার একেবারে পরেই কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের (election) প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তা তাঁর নিরপেক্ষতার উপর জনমানসে প্রভাব ফেলে।” তিনি নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, বাইরের জগতে একজন বিচারকের কাজকর্মও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা তাঁর বিচারক সত্ত্বার সঙ্গে মানানসই হওয়া প্রয়োজন।

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version