BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইএসএল-এ টানা পাঁচ ম্যাচে হার। এমন অবস্থায় আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সদ্য দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো।ম্যাচের আগে পাঁচ ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই বললেন অস্কার ব্রুজো।

২) আইএসএল-এর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে মহামেডান স্পোর্টিং ক্লাব। জেতা ম্যাচ হাতছাড়া হয় সাদা-কালো ব্রিগেডের। আর এই হারে হতাশ মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। জনালেন, নায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের।

৩) ব্যাট হাতে সফল হলেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল সরফরাজ খানের। আর সেখানে তাকে সাহায্য করতে আসরে নেমেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। সরফরাজের ওজন যাতে ঠিক থাকে সে জন্য উদ্যোগ নিয়েছেন ঋষভ পন্থ।তিনি ঠিক করে দেন রাঁধুনি। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার সূর্যকুমার যাদব।

 

৪) আনন্দে নিজের হাতে ট্যাটু করেছিলেন সদ্যোজাত মেয়ের নাম। কিন্তু তার পর জানলেন সেই মেয়ের বাবা তিনি নন। শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস তোবিয়াসের সঙ্গে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) মহম্মদ শামি কি ফিট? তিনি কি খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এই নিয়ে এবার মুখ খুললেন শামি নিজেই। জানালেন, তাঁর চোটে এখন আর কোন ব্যথা নেই। নিজের ১০০ শতাংশ দিয়ে বল করেছি।