Thursday, August 21, 2025

খাস কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন।টালা সেতুর কাছে এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা-মেয়ের।মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। , পাইকপাড়ার বাসিন্দা অমিত কুমার সাউ তার চার বছরের মেয়েকে নিয়ে স্কুলে যাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক জন স্কুলপড়ুয়া। টালা সেতুর কাছে একটি ট্যাক্সি ধাক্কা মারে দু’জনকে। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকেই  উদ্ধার করে  আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাবা-মেয়ে কারোকেই বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ডাক্তাররা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। গাড়ির গতি কত ছিল, সে বিষয়েও খোঁজ নিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে টালা থানা।

গত বছর বেহালার পথ দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন উঠেছিল পুলিশের নজরদারি নিয়ে। প্রশ্ন উঠেছিল পথচারীদের নিরাপত্তা নিয়েও।এর পরবর্তী সময়ে পথচারীদের নিরাপত্তা বাড়াতে পুলিশি পদক্ষেপও দেখা গিয়েছিল। বেহালা চৌরাস্তা-সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের ধারে জায়গায় জায়গায় ‘ড্রপ গেট’ বসিয়েছিল পুলিশ। নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।ফের কলকাতায় এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের তরফে ফের নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। আটক করা হয়েছে ট্যাক্সিটিকেএবংতার চালককে।









 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version