Thursday, August 21, 2025

কমিটিতে ঢোকাই আসল! নবান্নের বৈঠকের পরে ট্রোলের মুখে জুনিয়র ডাক্তাররা

Date:

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং (live streaming) করতে হবে, বারবার একসময় এই দাবি তুলে বৈঠক বানচাল করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবারের বৈঠক লাইভ হওয়ার পর যেন ছবিটা একেবারে পাল্টে গিয়েছে। একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (social media) চিকিৎসকদেরই সমালোচনায় সরব। সেখানে যেমন অনশন তোলার অজুহাত নিয়ে কটাক্ষ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের (junior doctors), তেমনই বৈঠকে বিভিন্ন কমিটি তৈরি নিয়ে চাপ দেওয়ারও সমালোচনা করা হয়েছে। এই শেষ পর্বের আন্দোলনে অনেকটাই দূরে থাকতে দেখা গিয়েছিল একসময় রাত দখলের ডাক দেওয়া জনগণকে। সোমবারের বৈঠকের পরে ব্যাপক সংখ্যায় সদস্য কমেছে চিকিৎসকদের বার্তা দেওয়া গ্রুপগুলিতে।

সোমবার নবান্নের বৈঠকের সময় রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় যে একাধিক কমিটির প্রস্তাব জুনিয়র চিকিৎসকরা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্মতি প্রকাশ করেন। এরপরেই সেই সব কমিটি কীভাবে পরিচালনা হবে তা নিয়ে প্রস্তাব পেশ করতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। আর তাতেই ব্যাপক ট্রোল (troll) হন চিকিৎসকরা। অনেকেই দাবি করেন কমিটিতে পদ আর আরও কিছু কমিটির সর্বোচ্চ আসনে বসার জন্য এই আন্দোলন করেছে তাঁরা। যেখানে হারিয়ে গিয়েছে নির্যাতিতার বিচার।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করা মিডিয়াগুলিতেও একই প্রতিফলন দেখা যায়। সেখানেও মুখ্যমন্ত্রীর (chief minister) মানবিক অবস্থানের সপক্ষে বক্তব্য পেশ করেন নেটিজেনরা(netigen)। এমনকি চিকিৎসকদের সপক্ষে যে সব বক্তব্য দিয়েছেন নেটিজেনরা সেখানেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়েই জোর দেওয়া হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version