Thursday, August 21, 2025

বিজয়া সম্মিলনীকে পূর্ব মেদিনীপুর জেলায় বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। মঙ্গলবার কাঁথির তিন নম্বর ব্লকের মারিশদার বিজয়া সম্মিলনী থেকে এমনই বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরকে দু’হাতে ঢেলে সাজিয়েছেন। কোথাও কোনও খামতি রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট। স্থানীয় নেতৃত্বের ভুলে পূর্ব মেদিনীপুরে হারতে হয়েছে তৃণমূলকে। এবার পূর্ব মেদিনীপুরে জেলায় ১৬টির মধ্যে ১৬টি জিতেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে হবে।

এদিন কুণাল আরও বলেন, আমরা ২০২৪-এ পূর্ব মেদিনীপুরে ১৫টা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলাম। বিধানসভায় খেলা উল্টাতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। সেই কথা মাথায় রাখতে হবে। বিজয়া সম্মিলনীকে বিজয় সম্মিলনীতে পরিণত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে হবে। তাঁর কথা, সংগঠনকে জোরদার করতে হবে। সমস্ত খামতি মেটাতে জনসংযোগ চালিয়ে যেতে হবে। সারা রাজ্যে বিজেপির আসন কমেছে। তৃণমূলের আসন বেড়েছে। সেখানে উত্তম বারিকের মতো ছেলে কীভাবে হারে নিজের মাটিতে? আমাদের সচেতন হতে হবে।

তার স্পষ্ট কথা, নিজেরা যদি নিজেদের সহ্য করতে না পারি বিরোধীরা শেষ হাসি হাসবে। তিনি আরও বলেন, বিজেপি সারা বাংলায় দাঁড়িয়ে আছে সিপিএমের ভোটে। সিপিএমের ভোট কমে বিজেপিতে গিয়েছে। সিপিএমকে বলব ক্ষমতা থাকলে আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান। তিনি সিপিএমকে চার আনার নকুলদানা বলে কটাক্ষ করেন। আগে বিজেপির থেকে ভোট ফিরিয়ে দেখান, তাহলে বুঝব দম আছে সিপিএমের। এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা, আইএনটিটিইউসির বিকাশ বেজ, ব্লক সভাপতি নন্দ মাইতি প্রমুখ।









Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version