Friday, August 29, 2025

আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার তালিকায় ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয়স্তরের পরীক্ষায় ফের বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। কিছুদিন আগেই অল ইন্ডিয়া ট্রেড পরীক্ষা হয়। সেখানে শীর্ষ স্থানের ২৮ জনের মধ্যে ১১ জনই বাংলার পড়ুয়া। আজ, মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত বছর আইটিআইয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থানে বাংলার চারজন পড়ুয়া ছিল। এবারে সেই সংখ্যা তিনগুণ হয়েছে। এই ১১ জনের মধ্যে ৬জন তরুণী।

এক্স হ্যান্ডেলে কৃতীদের সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের আইটিআই প্রশিক্ষণার্থীরা গত বছরের পর এই বছর আরও একবার জাতীয় স্তরের পরীক্ষা – অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪ এ ভাল ফল করেছেন। দেশের বিভিন্ন কোর্সের ২৮ জন শীর্ষস্থানীয়দের মধ্যে, ১১ জন আমাদের বাংলার আইটিআই ছাত্র যার মধ্যে ছয়জন মেয়ে। গত বছর AITT (2023) তে পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জন তালিকার শীর্ষে ছিল। এই অসামান্য কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষাতে সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা। প্রথম ৫০ জনের তালিকায় রাজ্যের শিক্ষার্থীরা স্থান পেয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সকল কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, মোতায়েন ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version