Sunday, August 24, 2025

ডানা-র মোকাবিলায় সতর্কতা জারি করে প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

Date:

ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা  জানিয়েছে হওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে ডানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে একাধিক বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয়ে সতর্ক করলেন সাধারণ মানুষকে। জেলাশাসক খোরশেদ আলি কাদরী বলেন, ইতিমধ্যেই আমরা, পি ডব্লিউ ডি, পি এইচ ই, ইলেকট্রিক, রোড, হেলথ প্রশাসনিক বিভাগের আলাদা আলাদা টিম প্রস্তুত করেছি। পাশাপাশি জনসাস্থ্য, কৃষি এবং খাবারেরও বিভিন্ন বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে রিলিফ ক্যাম্পেরও ব্যবস্থা রাখা রয়েছে।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পুলিশের কন্ট্রোল রুম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স টিম প্রস্তুত রাখা রয়েছে। পাশাপাশি রুরাল কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘন্টা মনিটরিং ব্যবস্থা জেলা এবং ব্লক স্তরে করা হয়েছে।









Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version