সলমনকে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার ১

0
1

সলমন খানকে হুমকি এবং ৫ কোটি টাকা চাওয়ার অভিযোগে নয়া মোড়। জামশেদপুরের থেকে গ্রেফতার সব্জি বিক্রেতা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ হুসেন শেখ মউসিন (২৪)। বাবা সিদ্দিকি খুনের পরে মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগে নতুন করে হুমকি দেওয়া হয় বলিউড অভিনেতাকে। অবশেষে জামশেদপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।

মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই একই নম্বর থেকেই গত মঙ্গলবার আবার একটি মেসেজ করে বলা হয়, ভুল করে হুমকি বার্তা পাঠানো হয়েছে। তদন্তের পরেই জানা যায় ওই নম্বর জামশেদপুরের। সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শেখ হুসেন শেখ মউসিনের খোঁজ পান তদন্তকারীরা।

আরও পড়ুন- বৃহস্পতির সকালে ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ