Sunday, August 24, 2025

ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন করার পর এবার ঘূর্ণিঝড় ‘ডানা’ মধ্যপ্রদেশ অভিমুখে যাত্রা শুরু করতে চলেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ভিতরকণিকা- ধামরার মাঝে আছড়ে পড়ার পর সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে ‘সুপার সাইক্লোন’। ভদ্রককে (Bhadrak) লন্ডভন্ড করার পর এবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করার পালা। মৌসম ভবন (IMD) জানিয়েছে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ‘ডানা’ শক্তি হারিয়ে এখন ১০ কিলোমিটার গতিবেগে ছত্তিশগড় -মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। দুপুরের মধ্যে এই গতিপথ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ IMD জানিয়েছিল ‘ডানা’-র (Dana) টেইল বা লেজের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টার কাছাকাছি সময় লাগে। সকাল সাড়ে নটা পর্যন্ত দুর্যোগ কাটেনি ওড়িশার বিস্তীর্ণ এলাকায়। প্রবল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলে। বৃষ্টি মগ্ন গোটা দক্ষিণবঙ্গ। ঝড়ের প্রভাব বাংলার পূর্ব মেদিনীপুর জুড়ে। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল যে স্থলভাগে ঢুকে পড়ার পর হয়তো বাংলা অভিমুখে এগোতে পারে ঝড়, তাকে নস্যাৎ করে দিয়ে আপাতত মধ্যপ্রদেশের দিকেই এগিয়ে যাবে ‘ডানা’, মনে করছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে যত সময় এগোবে ততই ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি আর ধ্বংসলীলার ছবিটা পরিষ্কার বোঝা যাবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version