আবার খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। ফের নারী নির্যাতনের অভিযোগ। ৬০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় ২৫ বছরের এক যুবক। রীতিমতো পায়ে গুলি করে সেই যুবককে ধরে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অতীতেও অপরাধে জড়িয়েছেন যুবক। জানা গিয়েছে, বুধবার রাতে কোতোয়ালি সাসনিতে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা। সে সময় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধা ভয়ে চিৎকার করতে শুরু করেন । নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরসে ১৯ বছরের দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত চার জন ছিলেন উচ্চবর্ণের। গণধর্ষণের পর তরুণীকে মাঠে ফেলে পালান অভিযুক্তেরা। ১১ দিন পরে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয়েছিল হাথরসের দলিত তরুণীর। এবার সেখানে বৃদ্ধার এই পরিণতিতে ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।