Thursday, August 28, 2025

SSC নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র!

Date:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-ডি কর্মী নিয়োগের মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Kumar Roy) ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। শনিবার ইডির (ED) তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসন্ন ও তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিয়োগ মামলায় প্রথম থেকেই ‘মিডলম্যান’ চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত প্রসন্নকে। তাঁর মাধ্যমেই টাকা এদিক ওদিক করা হতো বলে সন্দেহ ED আধিকারিকদের। দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার মাধ্যমে এসব কাজ করা হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কোম্পানির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ অভিযুক্তের নিজের সম্পত্তি এবং এই সংস্থার মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসন্ন এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। এসএসসি মামলার প্রাথমিকভাবে তিনি সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। চার্জশিটে ইডির (ED) দাবি, অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পায় ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন। যদিও ইডির দাবি অভিযুক্তির জমিতে কোনও চাষবাস হয়নি, পাশাপাশি তাঁর স্ত্রীর কোনও আয়ের উৎস নেই বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন প্রসন্ন, অনুমান ইডির।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version