আরজি করে গণ কনভেনশনে থ্রেট কালচারের বিরুদ্ধে সরব জুনিয়র ডাক্তাররা

আরজি কর আন্দোলনকে নতুন মাত্রা দিতে শনিবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের গণকনভেনশন হল। পাল্টা সংগঠন গঠন করে ফেলল জুনিয়র ডাক্তারদের একটি অংশ।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, সাধারণ মানুষকে বেছে নিতে হবে যে, যে চিকিৎসকেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদের পাশে থাকবেন কিনা ।না কি যারা থ্রেট কালচারে অভিযুক্ত, তাদের সঙ্গে থাকবেন।
ডাক্তার দেবাশিস হালদার বলেন , আমরা প্রথম তিলোত্তমার বিচারের দাবিতে সরব হই। আমাদের সঙ্গে মানুষ ছিল। কিন্তু পরে দেখতে পাই তিলোত্তমাকে ব্যবহার করে অনেক ডাক্তার নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। যে কেউ সংগঠন গড়তেই পারেন। তাতে আপত্তির কোনও কারণ নেই। মানুষের কাছে পক্ষ নেওয়ার সময় এসেছে। তারা কাদের পক্ষে রয়েছেন। তারা প্রতিবাদের পক্ষে রয়েছেন, নাকি বিচারের পক্ষে, নাকি থ্রেট কালচারের পক্ষে রয়েছেন।

পাল্টা সংগঠন গড়ে ‘সত্যি’টা মানুষের কাছে তুলে ধরাই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের’-এর লক্ষ্য বলে জানাচ্ছেন সদস্যেরা।

আরও পড়ুন- আবাসের সমীক্ষায় তথ্য যাচাইয়ে ছাড় পরিযায়ী শ্রমিকদের, সিদ্ধান্ত রাজ্যের