Tuesday, January 13, 2026

বাংলাদেশ নিয়ে মুখে কুলুপ এঁটে অনুপ্রবেশ তত্ত্ব অমিতের! ‘আত্মঘাতী গোল’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বাংলায় ফের অনুু্প্রবেশ তত্ত্ব তুলে ধরার চেষ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর (Minister of Home and Affairs)। যে স্বরাষ্ট্র মন্ত্রকের উপর দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সেই দফতরের প্রধান হয়েও কীভাবে বাংলায় অনুপ্রবেশ বা তা নিয়ে প্রতিবেশী বাংলাদেশ প্রসঙ্গে কোনও নতুন বার্তা দিতে পারলেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে কার্যত ‘আত্মঘাতী গোল’ (same side goal) কটাক্ষ প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের।

রবিবার বনগাঁ সীমান্তের পেট্রাপোলে (Petrapole) কেন্দ্রীয় স্থলবন্দর মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলায় অনুপ্রবেশকে (border infiltration) হাতিয়ার করার চেষ্টা করেন অমিত শাহ। তাঁর দাবি বেআইনি অনুপ্রবেশ রাজ্য তথা দেশের অশান্তির কারণ। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ সমস্যার সমাধান হবে, দাবি অমিতের।

স্বরাষ্ট্র মন্ত্রীর এই দাবির পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। কুণাল ঘোষের দাবি, “যদি অনুপ্রবেশের কথা অমিত শাহ বলেন তাহলে সেটা আত্মঘাতী গোল। অনুপ্রবেশ সীমান্তের সমস্যা। সেটা পাহারা দেয় অমিত শাহর বিএসএফ (BSF)। রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের জায়গা ওটা নয়। অমিত শাহ যদি বলেন অনুপ্রবেশ হয়েছে তাহলে তো সেটা কেন্দ্র সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রী, বিএসএফ (BSF), সীমান্ত রক্ষায় যে যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করে এটা তাদের ব্যর্থতা।”

এদিন বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেননি স্বরাষ্ট্র মন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে আদৌ দুই দেশের মধ্যে কোনও পদক্ষেপ নেওয়া নিয়েও কোনও ইঙ্গিত নেই অমিত শাহর বক্তব্যে। তারপরেও ২০২৬-এ বাংলায় অনুপ্রবেশ আটকানোর দাবি স্বরাষ্ট্র মন্ত্রীর। যা নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা কুণালের। বিএসএফের (BSF) ক্ষমতা ৫০ কিমি বাড়িয়ে দেওয়ার পরেও কেন অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়নি, প্রশ্ন তোলেন তিনি।

spot_img

Related articles

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...