Sunday, November 9, 2025

তুমি কার পক্ষে? শ্বশুরের প্রসঙ্গ তুলে কিঞ্জলকে চ্যালেঞ্জ WBJDA-এর

Date:

WBJDA তৈরি হতেই হয়ত আত্মবিশ্বাস টলে গিয়েছে WBJDF-এর। কারণ, শনিবার West Bengal Junior Doctors’ Association আত্মপ্রকাশ করা পরেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিঞ্জল নন্দ (Kinjal Nanda) বলেন, মানুষের কাছে সময় এসেছে পক্ষ নেওয়ার। এই কথার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল WBJDA। একটি ভিডিও বার্তায় কিঞ্জলের শ্বশুর ডাঃ প্রসন্নকুমার ভট্টাচার্যের (Prasanna Kumar Bhattacharya) বিরুদ্ধে মহিলা রোগীকে হেনস্থার যে অভিযোগ ওঠে, সেই প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয় জুনিয়র ডাক্তারের আন্দোলনের সামনের সারিতে থাকা কিঞ্জল এখন কোন পক্ষে?শনিবার, WBJDA সম্পর্কে কিঞ্জল জানান, “মানুষের কাছে সময় এসেছে পক্ষ নেওয়ার। তাঁরা আসলে কাদের পক্ষে আছেন সেটা ভেবে দেখতে হবে। তাঁরা প্রতিবাদ, ন্যায়, বিচারের পক্ষে আছেন, নাকি থ্রেট কালচারের পক্ষ, সেটাই ভাবতে হবে।“ এই প্রসঙ্গে প্রসন্নকুমার ভট্টাচার্যের ঘটনার উদাহরণ তুলে তীব্র কটাক্ষ করা হয় কিঞ্জলকে।কী কাণ্ড ঘটিয়ে ছিলেন প্রসন্নকুমার ভট্টাচার্য?
২০১৪ সালের ১১ নভেম্বর প্রসন্ন ভট্টাচার্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন তাঁরই রোগিনী। গড়িয়াহাট থানায় IPC 354-এর অধীন রুবি পার্ক ইস্ট, কসবার বাসিন্দা ওই চিকিৎসকের বিরুদ্ধে তাঁর ভদ্রতার সুযোগ নিয়ে হেনস্থার অভিযোগ করেন ওই রোগিনী। পরের বছর অক্টোবর মাসের ৮ তারিখ ডাঃ ভট্টাচার্যের বিরুদ্ধে আলিপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা দেওয়া হয়।

WBJDA পোস্ট করা ভিডিও-তে জানতে চাওয়া হয়েছে, কিঞ্জল কার পক্ষে- নিজের শ্বশুরের না কি ওই নির্যাতিতার? জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের মতে, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা সব রকম অপসংস্কৃতি, নারী নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু জুনিয়র ডক্টরস ফ্রন্টের অবস্থান কী? যেখানে তাদের সংগঠনের অন্যতম মুখ কিঞ্জলের শ্বশুর নিজেই নারী নিগ্রহে অভিযুক্ত, সেখানে তাদের দাবির বিশ্বাসযোগ্যতা কোথায়- প্রশ্ন তুলল WBJDA।







Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version