Friday, November 14, 2025

আইপিএল-এ একই দলে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সওয়েলকে ব্লক করেছিলেন বিরাট , কিন্তু কেন?

Date:

দুজন দুই দেশ হলেও, আইপিএল-এ খেলেন একই দলে। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, আর দ্বিতীয়জন হলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েলকে নাকি সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছিলেন বিরাট। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানান ম্যাকওয়েল।

২০২১-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছিল। গত তিনবছর ধরে আরসিবিতেই খেলেছেন তিনি। কিন্তু শুরুটা ভালো হয়নি ম্যাক্সওয়েলের। এই নিয়ে ম্যাক্সওয়েল বলেন, “যখন আমি বেঙ্গালুরুতে খেলার খবর পাই, তখন বিরাটই আমাকে প্রথম মেসেজ করে স্বাগত জানায়। আইপিএলের আগে যখন অনুশীলনে যোগ দিই, তখনও আমাদের মধ্যে প্রচুর গল্প হয়। আমি সোশাল মিডিয়ায় গিয়ে ওকে ফলো করার চেষ্টা করি। কিন্তু আমি ওকে খুঁজেই পাইনি। এটা আমি জানতাম যে ও সোশাল মিডিয়ায় আছে। তবু ভাবছিলাম, ও হয়তো ইনস্টাগ্রামে অতো সড়গড় নয়। তারপর আমাকে একজন বলে, বিরাট হয়তো ব্লক করে দিয়েছে, তাই আমি ওকে খুঁজে পাচ্ছি না। সেটা আমার বিশ্বাসই হয়নি।“ এরপরই ম্যাক্সওয়েল বলেন, “ আমি বিরাটকে গিয়ে জিজ্ঞেস করি, ‘তুমি কি আমাকে ইনস্টাগ্রামে ব্লক করেছ?’ বিরাট হালকাভাবেই উত্তর দেয়, ‘হ্যাঁ। বিরাট বলেন, টেস্ট ম্যাচ চলাকালীন তুমি আমাকে একবার ব্যঙ্গ করেছিলে। আমার খুব রাগ হয় এবং তোমাকে ব্লক করে দিই’। বিরাটের উত্তর শুনে আমার মনে হয়েছিল, ‘যাক সমানে-সমানে হয়ে গেল’। পরে অবশ্য ও আমাকে আনব্লক করে দেয় এবং আমার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়।“

ঘটনার সূত্রপাত, ২০১৮-র বর্ডার-গাভাসকর ট্রফির উত্তপ্ত পরিবেশে। সেই ম্যাচে বিরাটের সঙ্গে ম্যাক্সওয়েলের বাদানুবাদ হয়।

আরও পড়ুন- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ম্যাথিউ ওয়েড


Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version