Thursday, August 28, 2025

সিপিআইএম প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের পরে বারবার প্রকাশ্যে এসেছেন অভিযুক্ত বাম নেতা। এমনকি প্রকাশ্যে এসে এমন কথা তরুণীর জন্য তিনি প্রয়োগ করেছেন যা লজ্জাজনক বলে বারবার আক্রমণ শানিয়েছেন নেটিজেন থেকে সাধারণ মানুষ। কার্যত এক অপকীর্তিকে ঢাকতে একের পর এক অপরাধ বাড়িয়ে চলেছেন প্রাক্তন বিধায়ক তথা তার দল সিপিআইএম (CPIM)। এভাবে সাফাই না দিয়ে তরুণীর কাছে ক্ষমা চাওয়া দাবি রাজ্যের শাসকদলের।

তন্ময় ভট্টাচার্যের উপর তরুণী সাংবাদিক অভিযোগ তোলার পরই সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বরাহনগর থানা (Baranagar police station)। তন্ময় নিজে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁর ওজন তরুণীর ওজনের প্রায় দ্বিগুণ। ওজনের দোহাই দিয়ে তরুণীর কোলে বসে পড়ার যে অভিযোগ উঠেছে কার্যত তা খারিজ করার চেষ্টা করেন তিনি। যদিও স্পষ্টভাবে সেই কথা তিনি স্বীকারও করেননি। তরুণীর ওজন নিয়ে তার বক্তব্যের জেরে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। এক তরুণী সাংবাদিকের ওজন নিয়ে কথা বলা যে বডি শেমিং (body shaming)-এর পর্যায়ে পড়ে, তাও তার জানা ছিল বলে পরে দাবি করেন। তবে বডি শেমিং-এর প্রশ্ন ছাড়া মহিলার ওজন নিয়ে বক্তব্য যে অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায়, তাও হয়তো জানা ছিল না প্রবীণ বামনেতার।

স্বাভাবিকভাবেই তাঁর এই অশ্লীল ইঙ্গিতের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “কুকীর্তি যারা করেন তারা কী ওজন করিয়ে রাখেন?” তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় কুণাল ঘোষ বারবার প্রতিবাদ জানানোয় তন্ময় ভট্টাচার্য কুণালকেই কাঠগড়ায় দাঁড় করানোর বৃথা চেষ্টা করেন। পাল্টা কুণাল দাবি করেন, “যে কাজটি করেছে অত্যন্ত আপত্তিজনক। অপকীর্তি করেছেন। তাঁর শাস্তির দাবি থেকে কখনই সরে আসব না। অপরাধ করেছেন ক্ষমা চাইবেন। সেটাকে ঢাকতে এতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে।”

অভিযোগকারিনীকে বিভিন্নভাবে নিরস্ত করার প্রয়াস করে ব্যর্থ হয়েছেন তন্ময়। সেই ফিরিস্তিও তিনি দেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। পাল্টা কুণাল ঘোষের দাবি, “সিপিআইএমের গোটা দল ব্যস্ত হয়ে গেল ক্যামেরা কীভাবে চালাতে হয় সেটা বোঝাতে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে হয়েছে এই ঘটনা। তাঁরা ক্ষমা চাক মেয়েটির কাছে। অভিযোগকারিনী নিজের অবস্থান থেকে নড়েনি।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version