Sunday, November 9, 2025

হেপাটাইটিস B প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য বাংলায়: সুসংবাদ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরোধীরা যতই কুৎসা ছড়ানোর চেষ্টা করুক না কেন জাতীয় সমীক্ষায় সেরার তালিকায় স্থান পাচ্ছে রাজ্য। এবার পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি (Hepatitis B) প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি একটি জাতীয় সমীক্ষায় এটি ধরা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।২০২২ থেকে প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বিপুলভাবে টীকাকরণ কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। তার জেরেই এই সাফল্য। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এটা উল্লেখযোগ্যভাবে ধরা পড়েছে।
২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বিপুলভাবে টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।
সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার National Viral Hepatitis Control Programme আমাদের রাজ্যে ৫ বছরের নীচের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি এর সংক্রমণ পরিসংখ্যান জানার জন্য বিশদ সমীক্ষা করে। দেখা গেছে, এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের ফল খুব ভালো।
হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের এর বৈধতার মানদণ্ড হল WHO দ্বারা নির্ধারিত ০.১% এর কম/ সম সংক্রমনের ব্যাপকতার হার।সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%,যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের সার্থকতা ইঙ্গিত করে। প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভালো। আগামীদিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে যাতে রাজ্যে এর প্রাদুর্ভাব নির্মূল হয়।
আমি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।“







Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version