Thursday, August 21, 2025

ডাক্তারদের ‘টানে’ স্বাস্থ্যসাথী-তে বিপুল খরচ, এনওসি আবশ্যক প্রস্তাব স্বাস্থ্য দফতরের

Date:

সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতালে ব্যবসা জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকদের। দুমাস ধরে রাজ্যের সাধারণ মানুষকে চিকিৎসা হয়রানির মধ্যে রেখে সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে বিপুল বিল তুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। রাজ্যকে বিপদে ফেলার চিকিৎসকদের এই চক্রান্ত নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার চিকিৎসকদের এই অভ্যাসে লাগাম টানতে নতুন প্রস্তাব রাজ্য স্বাস্থ্য দফতরের (State Health Department)। বেসরকারি ক্ষেত্রে অনুমোদন আবশ্যিক করার প্রস্তাব করেছে স্বাস্থ্য় দফতর।

রাজ্য সরকার দীর্ঘদিন আগেই বেসরকারি হাসপাতালে (private hospital) স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi card) রোগী ফেরানো যাবে না বলেই নির্দেশ জারি করেছিল। সেই সুযোগেই চিকিৎসকদের আন্দোলনের সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়া রোগীদের যথেচ্ছভাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন চিকিৎসকরা। সেই বিল রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে যোগ হয়েছে। এবার সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার আবেদন করলে তা রাজ্যের অনুমোদন আবশ্যিক করার ভাবনা স্বাস্থ্য দফতরের। নিতে হবে স্বাস্থ্য় দফতরের এনওসি (NOC), প্রস্তাব স্বাস্থ্য দফতরের।

এই নিয়ম ইতিমধ্যেই চিকিৎসকের নিয়মাবলিতে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকার তা কার্যকর করার দিকে এগোয়নি। এবার সেই নিয়মকেই আবশ্যিকভাবে কার্যকর করার প্রস্তাব স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি ক্ষেত্রে গিয়ে রোগীর স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করতে গেলে চিকিৎসককে স্বাস্থ্য দফতরের অনুমোদন নিতে হবে। অনুমোদন না থাকলে সেই রোগীর স্বাস্থ্যসাথী-র সুবিধা পাবেন না। এই প্রস্তাব করা হয় স্বাস্থ্য দফতরের তরফে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version