Sunday, August 24, 2025

মঙ্গলবার রাতে মহাকাব্যের ইনিংস খেলা হল না, গড়া হল না কোনও নজির। পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর আগে আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন কিন্তু আল তাউনের বিরুদ্ধে তা আর হল না। সৌদির ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো এখনও কোনও বড় ট্রফি জিততে পারেননি, এই অবস্থায় সৌদি কিংস কাপের (Saudi Kings Cup)শেষ ষোলোয় খেলতে নেমেছিলেন মহাতারকা। খেলার শুরু থেকেই রাশ নিজের হাতে রেখে ছিল আল তাউন। ২০ মিনিটের মাথায় ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু পেনাল্টি করার সুযোগ পেয়েও ব্যর্থ ক্রিশ্চিয়ানো । তিনি গোল করবেন বলে পায়ে বল পেতেই মুহূর্তকে ধরে রাখতে মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত হয়ে পড়েন এক সমর্থক। কিন্তু গোলও হল না আর ফোনটাও অক্ষত রইল না পর্তুগিজ তারকার অনুরাগীর।

আল তাউনের কাছে হারল ০-১ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসের। মন খারাপ রোনাল্ডো অনুরাগীদের। নতুন কোচ স্টেফানো পিয়োলি এই প্রথম হারলেন। সংযুক্ত সময়ে আল-আহমাদ ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টির সুযোগ দেন। শট নেওয়ার জন্য তৈরি ছিলেন ফুটবলের মহাতারকা। চিত্রগ্রাহকদের ক্যামেরার পাশাপাশি ফুটবলারের এক ফ্যানও মোবাইল হাতে ভিডিও করতে রেডি ছিলেন গোলপোস্টের ঠিক পিছনেই। ক্রসবারের বেশ কিছুটা উপর দিয়ে রোনাল্ডোর শট উড়ে যায়। পেনাল্টি মিস, তবে বল লাগে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীর হাতে। ফোন মাটিতে পড়ে ভেঙ্গে যায়, সঙ্গে গোলটাও হল না। কোচ পিয়োলি অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ, শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনও ট্রফি জেতার সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে যায়নি।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version