Wednesday, November 5, 2025

অভয়ার ঘটনার দ্রুত বিচারের দাবি, WBJDF-র ‘দাদাগিরি’র প্রতিবাদ: রাজপথে সরব WBJDA

Date:

অভয়ার ঘটনার দ্রুত বিচার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের দাদাগিরি-র বিরুদ্ধে বুধবার প্রাচী সিনেমা হলের সামনে থেকে শিয়ালদহ কোর্ট পর্যন্ত মিছিল করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (West Bengal Junior Doctors Association)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্যাতিতার সুবিচারের দাবি জানান WBJDA-এর সদস্যরা। এদিকে থ্রেট কালচারের অভিযোগ তোলা আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাত, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন তাঁরা।ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (Junior Doctors Association) সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDA)। সাধারণ মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে রাজনৈতিক স্বার্থে লাগাতার মিথ্যাচার করা হচ্ছে।”এদিন অনিকেত, কিঞ্জলদের প্রসঙ্গ তুলে শ্রীশ মনে করিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে হাত না মেলালেই সবাই অপরাধী হয়ে যায়। তাঁর অভিযোগ, জোর করে থ্রেট কালচারের মিথ্যা অভিযোগ তুলে তাঁদের আরজি কর থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁদের।

এই প্রসঙ্গে এদিন শ্রীশ জানান, “আমরা ওঁদের কাজকর্ম মেনে নিতে পারিনি। আন্দোলনের নামে সাধারণ মানুষের থেকে টাকা তুলেছে ওঁরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঢেলে দিয়েছে। সেই দাবি না মানায় আমাদের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া।”

এর পাশাপাশি WBJDF-র ঘনিষ্ট রৌনক হাজারি, শাহবাজ শেখের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করে WBJDA। ৯ নভেম্বর গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা। পুরো বিষয়টা পরে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।







Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version