Saturday, November 8, 2025

নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক! হায়দরাবাদকে ২ গোলে উড়িয়ে দিল মোহনবাগান

Date:

Share post:

আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের। প্রতিযোগিতায় নিজেদের শততম ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। নিজামের শহরে মাইলস্টোন ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারিয়ে আইএসএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল জোসে মোলিনার দল। মহামেডানকে তিন গোল দেওয়া হায়দরাবাদকে গ্রেগ স্টুয়ার্টদের আগ্রাসী ফুটবলের সামনে বিপজ্জনক মনে হয়নি। দুই গোলদাতা মনবীর সিং ও শুভাশিস বোস। অনবদ্য খেলে ম্যাচের সেরাও হলেন মনবীর। চলতি মরশুমে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট মোহনবাগানের।

রক্ষণ সামলে হায়দরাবাদের ডেরায় আক্রমণাত্মক ফুটবলের রণনীতি নিয়েই জয় তুলে নেওয়ার চেষ্টায় ছিল মোহনবাগান। ডার্বির দল থেকে প্রথম একাদশে দু’টি বদল করেছিলেন কোচ মোলিনা। চোট কাটিয়ে উঠলেও পুরো ফিট না থাকা আপুইয়াকে বেঞ্চে রেখে দীপক টাংরিকে শুরু থেকে খেলান বাগানের স্প্যানিশ বস। লিস্টনের জায়গায় প্রথম একাদশে রাখেন সাহালকে। কিন্তু ঘরের মাঠে শুরু থেকে সবুজ-মেরুন রক্ষণের উপর চার তৈরির চেষ্টায় ছিল থাংবোই সিংটোর দল। তবে আলবার্তো, অলড্রেডরা সতর্ক থাকায়
বিপদ ঘটেনি।

দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে প্রেসিং ফুটবলে জোর দেয় মোহনবাগান। স্টুয়ার্ট, মনবীর, থাপাদের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অ্যালেক্স সাজি, স্টেফান সাপিচরা। সুযোগও তৈরি হল। কিন্তু ম্যাকলারেন, সাহাল, মনবীররা সুযোগের সদ্ব্যবহার করতে পারছিলেন না। প্রথম গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হল ৩৭ মিনিট পর্যন্ত। মনবীর ও থাপার যুগলবন্দিতে এগিয়ে যায় সবুজ-মেরুন।

মাঝমাঠ থেকে ডান প্রান্তে মনবীরের উদ্দেশে ডিফেন্স চেরা অসাধারণ থ্রু বাড়ান থাপা। বল নিয়ে দ্রুত গতিতে অনেকটা দৌড়ে বক্সে ঢুকে হায়দরাবাদের ডিফেন্ডার ও গোলকিপারকে শরীরের দোলায় মাটি ধরিয়ে বল জালে জড়ান মনবীর। ১-০ এগিয়ে আক্রমণে আরও আগ্রাসী হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু সাহাল, ম্যাকলারেনরা যথারীতি ফাইনাল থার্ডে ব্যর্থ হলেন। দ্বিতীয়ার্ধে দাপটে শুরু করে ৫৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে মোহনবাগান। স্টুয়ার্টের দুরন্ত সেন্টার থেকে দুরন্ত হেডে গোল করেন শুভাশিস। উপরে উঠে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সবুজ-মেরুনের এই বাঙালি লেফট ব্যাক। দু’গোলে এগিয়ে যাওয়ার পর সাহালের জায়গায় লিস্টনকে নামান মোলিনা। পরে ম্যাকলারেন, স্টুয়ার্টের পরিবর্ত হিসেবে নামেন দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্স। কিন্তু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ফলে গোলের ব্যবধানও বাড়েনি। একা লিস্টনই দুটো সহজ সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুন- সংঘাত মিটিয়ে সীমান্তের সেনা প্রত্যাহার ভারত-চিনের! দিওয়ালিতে মিষ্টি বিতরণ দুদেশের জওয়ানদের

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...