কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা নথিভুক্ত মানুষদেরই বাড়ি করার জন্য টাকা দেবে রাজ্য সরকার (State Goverment)। নতুন করে কোনও নাম এই তালিকায় তোলা হচ্ছে না। শুধু সমীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। তবে বন্যা এবং ঘূর্ণিঝড় ডানার কারণে যাঁদের বাড়ি ক্ষতি হয়েছে তাঁরা টাকা পাবেন। তাঁদের নামই শুধুমাত্র এই তালিকায় নথিভুক্ত করা হবে। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)।
- এই তালিকায় নথিভুক্ত প্রাপকরা স্থানান্তরিত হয়েছেন কি না
- তাঁরা কেউ কোনওভাবে পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন কি না
- যোগ্যতা মান যাঁরা পূর্ণ করেছেন তাঁরা প্রত্যেকেই বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন